সারা দেশের ন্যায় কলাপাড়ায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫

সারা দেশের ন্যায় কলাপাড়ায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫

মুন্সী ইউসুফ, কুয়াকাটা,পটুয়াখালী প্রতিনিধি: সারা দেশের মতো আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পটুয়াখালীর কলাপাড়া উপজেলাতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫। এবছর কলাপাড়ায় মোট ৯টি কেন্দ্রে ২৮২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীদের মধ্যে: এসএসসি ধারায় ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৮০৭ জন, দাখিল ধারায় ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৮১৫ জন, কারিগরি (ভোকেশনাল) ধারায় ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৫৫ জন। মহিপুর থানাধীন তিনটি কেন্দ্র থেকে অংশ নিচ্ছে মোট ৭৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে: মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১০ জন, মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৯ জন, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার দিন সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রপ্রধানদের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।