গাঁজাসহ বৃদ্ধ মাদক কারবারী গ্রেফতার

গাঁজাসহ বৃদ্ধ মাদক কারবারী গ্রেফতার

ফারুক হোসেন শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ জোনাব আলী নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জোনাব আলী ওই গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা’র একটি আভিযানিক দল ফুলপুর গ্রামের মাদক কারবারি জোনাব আলীর বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় জেনাব আলীর বসতঘর তল্লাশী করে ৪টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ওই গাঁজা নিজ হেফাজতে রাখার দায়ে মাদক কারবারি জোনাব আলীকে আটক করা হয়। পরে মাদক কারবারী জোনাব আলীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।জেলা গোয়েন্দা শাখার ওসি সালেমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।