টাঙ্গাইলে ছিনতাইকারী গ্রেফতার

Mar 17, 2025 - 23:50
 0  128
টাঙ্গাইলে ছিনতাইকারী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার(১৭ মার্চ) রাতে কালিহাতির ইছাপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারী হলেন,ঢাকা জেলার খিলগাঁও উপজেলার পূর্ব গোড়ানের আনসার উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সৈকত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কালিহাতি – জামালপুর রোডে অভিযান চালায় এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি পুলিশ। এসময় নারায়ণগঞ্জ জেলার রুপসি সিটি গ্রুপ থেকে একটি ট্রাক যাহার নাম্বার (ময়মসিংহ ট-১১-০৮৫৯) এই ট্রাকে ছিনতাই করার জন্য একটি সাদা রংয়ের হাইচ গাড়ি ইছাপুর ব্রীজের উপর বেড়ি কেট দেয়। এসময় ট্রাক চালক হাইচটিকে ধাক্কা মেরে কালিহাতী পর্যন্ত এসে পুলিশকে জানালে পুলিশ হাইচটিকে ধাওয়া করে। পরে পুলিশ দেখে হাইচটি রাস্তায় রেখে ছিনতাইকারীরা পলানোর সময় একজনকে গ্রেফতার করে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি পুলিশ। এরপর তার কাছ থেকে হাইচ গাড়িতে থাকা এসএস স্টিলের পাইপ,একটি লোহার রড ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো.শরীফ বলেন,গাড়িটি জব্দ করার পর আসামী আরিফুলকে কালিহাতী থানায় হস্তান্তর রা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow