গোপালপুরে মৎস্য জীবী দলের দোয়া ও ইফতার মাহফিল

নূর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মৎস্য জীবী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৯ মার্চ) উপজেলা মৎস্য জীবীদল ও পৌর মৎস্য জীবীদলের আয়োজনে উপজেলা পার্টি অফিস কার্যালয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য জীবী দলের সম্পাদক মোঃ নাজিম তালুকদার এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম , উপজেলা শ্রমিক দলের সম্পাদক হীরা মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি বিপ্লব জোয়ারদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিঞ্চ, পৌর মৎস্য জীবী দলের সম্পাদক মারুফ হোসেন,উপজেলা জাসাসের সভাপতি শাহানুর রহমান সোহাগ, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মিলন, গোপালপুর শহর জিয়া মঞ্চের সভাপতি জাহিদ হোসেন ,উপজেলা ছাত্রদলের সম্পাদক হিরা মিয়া,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়াস প্রমুখ এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ দেশ ও জাতির জন্য দোয়া কামনা করা হয়।