ইসরাঈলী পণ্য বিক্রয় না করার সিদ্ধান্ত নিয়েছে  কিশোরগঞ্জের  ব্যবসায়ীরা

ইসরাঈলী পণ্য বিক্রয় না করার সিদ্ধান্ত নিয়েছে  কিশোরগঞ্জের  ব্যবসায়ীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি।  কিশোরগঞ্জ জেলা শহরের  দোকানে  ইসরাঈলী পন্য বিক্রয় না করার সিদ্ধান্ত  নিয়েছে ব্যবসায়ী রা।  ১২ এপ্রিল  ২০২৫ ( শনিবার)  সকাল দশটায়  জেলা শহরের বেশক' টি বাজারে  অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন অল ফ্রেন্ডস্ ফাউন্ডেশন এর যুব স্বেচ্ছাসেবী দের উদ্যোগে  বিভিন্ন  দোকান মনিটরিং  করে এ প্রতিক্রিয়া  জানান। ছাএ যুব স্বেচ্ছাসেবী দের জন উদ্বুদ্ধকরণ কর্মসূচি তে একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্ত ভাবে দোকান ব্যবসায়ীরা নিজ উদ্যোগে  ইসরাঈলী পণ্য প্রত্যাহারের ঘোষণা  দেন। এসময়  অনেক ব্যবসায়ী ফিলিস্তিনের  মুসলমানদের বর্বরোচিত পৈশাচিক হত্যার  প্রতিবাদ ও তীব্র নিন্দা  জানান। সংগঠনের  সভাপতি বায়েজিদ বোস্তামি, সাধারণ সম্পাদক  হিসাম  ও বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন কিশোরগন্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক  জুলাই বিপ্লবের    সামনের সারীর  লড়াকু সৈনিক মোঃমামুন মিয়া ব্যবসায়ীদের মাঝে ইসরাঈলী পন্য না বিক্রয় করার জন্য  লিফলেট  বিতরণ করা হয়।