কিশোরগঞ্জ শহীদি মসজিদ থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

Apr 7, 2025 - 15:49
 0  58
কিশোরগঞ্জ শহীদি মসজিদ থেকে  তৌহিদী জনতার  বিক্ষোভ মিছিল

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে মুসলিম নিধনের প্রতিবাদে কিশোরগঞ্জের তৌহিদী জনতার ঈমানে আঘাত লাগায় ঈজরাঈল আমেরিকার দালালদের বিরুদ্ধে মহা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল ( সোমবার ) বাদ জোহর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে কিশোরগঞ্জ ইমাম ও ওলামা পরিষদ এবং আল জামিয়াতুল ইমদাদিয়া প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। স্পুলিংগ ফেঁপে উঠা সমাবেশে বক্তব্য রাখেন শহীদী মসজিদের খতিব মাওলানা আল্লামা শফিকুল ইসলাম জালালাবাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা আমির মাওলানা নোমান আহমেদ, শায়খ ইমদাদুল্লাহ হাফিজুল্লাহ্,হযরত মাওলানা রফিক আহমদ প্রমূখ। পরে দলমত নির্বিশেষে প্রায় পন্চাশ হাজার লোকের সমবেত বিভিন্ন পোষ্টার ফেষ্টুন সহ জ্বালাময়ী শ্লোগানে মুখরিত বিশাল মিছিল পুরান থানা থেকে কালিবাড়ী আখড়া বাজার হয়ে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow