শেরপুরের বিজিবি ও পুলিশের অভিযানে ভারতীয় মালামাল জব্দ

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় শাড়ি এবং জিরা জব্দ করেছে বিজিবি ও পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার ঢালুকোনা পাহাড় থেকে ভারতীয় শাড়ি, ভেলবেট কাপড় ও পিকআপ জব্দ এবং বরুয়াজানি গ্রাম থেকে ৮ বস্তা জিরা জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়। পরে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০ পিস কাতান শাড়ি, ১ হাজার ৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরুয়াজানী গ্রামের হৃদয় ব্রিক ফিল্ড সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে থানা পুলিশের টহল দল ৮ বস্তায় ২৪০ কেজি ভারতীয় জিরাসহ সোহেল রানা (২২) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল হালুয়াঘাট উপজেলার গিলাবই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?






