জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুরের মেলান্দহে ফাউন্ডেশনের উদ্যোগে বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ দুপুরে উপজেলার শিহাটা গ্রামে প্রাক্তন শিক্ষক ও আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার প্রবাসী নাসরিন আজিজ ডলির সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এছাড়া শতাধিক লোকডায়বেটিস পরীক্ষা ও ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধা পান। এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিকের বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইউ কে এর ন্যাশনাল হেলথ সার্ভিসের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো: আব্দুল আজিজ বলেন, আমারা প্রবাসেই থাকি। দেশে আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাই। শিহাটা এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। তাই প্রতি বছরই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকি৷ যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। মেহেদী হাসান জামালপুর। ২৯-০৩-২০২৫