শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী বারুণী স্নান ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে

Apr 5, 2025 - 20:14
 0  39
শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী বারুণী স্নান ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী স্নান ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে বারুণী স্নানে হাজারো সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পৌর শহরের কাচারীপাড়ার গঙ্গা মাতার মন্দিরঘেঁষা ভোগাই নদীর ঘাটে দলে দলে স্নান ও পূজায় অংশ গ্রহন করেন। অংশগ্রহণকারী পূণ্যার্থীরা জানান, বারুণী স্নানে পাপ মোচন হয়। এমন বিশ্বাস থেকে প্রতি বছর এতে মিলিত হন বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা। স্কন্দ পুরাণে লেখা আছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হয়। হিমালয় কন্যা গঙ্গার অপরনাম হলো বারুণী। তাই বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরুপ। তাই প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান ও গঙ্গাপূজা করা হয়। বারুণীস্নান উপলক্ষে নালিতাবাড়ী পৌর শহরের কাচারীপাড়ায় অবস্থিত গঙ্গা মাতার মন্দিরে প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজেদের পাপ মোচন ও পুণ্য লাভের আশায় স্নান করতে এসে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন পূণ্যার্থীরা। এদিকে, শনিবার বেলা বাড়ার সাথে পূণ্যার্থীদের ভীড় বাড়তে থাকে ভোগাই নদীর পাড়ে। পূণ্য লাভের আশায় এখানে ছুটে আসেন উপজেলার বিভিন্ন স্থানে বসবাসকারী সানাতন ধর্মাবলম্বীরা।এই বারুণী স্নানে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক হরিদাস কর্মকার স্বপন, যুগ্ম আহ্বায়ক জয় সাহা, বিজয় চন্দ্র সিংহ, সদস্য সচিব রতন পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow