মহিপুরে জিএনবি’র উদ্যোগে ওয়াশ অ্যাডুকেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহিপুরে জিএনবি’র উদ্যোগে ওয়াশ অ্যাডুকেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে “বসত বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” –এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) কলাপাড়া সিডিপি’র উদ্যোগে ওয়াশ অ্যাডুকেশন বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে সিডিপি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সভায় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, নানাবিধ রোগবালাই থেকে বেঁচে থাকা‌ ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার নানান উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে জিএনবি’র আইডিভুক্ত ও আইডি বহির্ভূত মোট ১৫০ দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ১ কেজি ডিটারজেন্ট পাউডার ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচারণার লক্ষ্যে ১ টি করে টি-শার্ট বিতরণ করা হয়। এসময় হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় সিডিপি প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দীনা রিচিল ও ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তা ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।