স্কুলের খেলার  মাঠ কেটে প্লট  ভরাট,  প্রতিকার চাওয়ায় প্রাণনাশের হুমকি

Apr 13, 2025 - 16:48
 0  72
স্কুলের খেলার  মাঠ কেটে প্লট  ভরাট,  প্রতিকার চাওয়ায় প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের পুরান চামড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলে নিয়েছে স্হানীয়  আওয়ামীলীগ নেতা ও তার ছোট ভাই হাই স্কুলের  প্রধান শিক্ষক। এলাকাবাসী এ বিষয়ে স্হানীয় প্রশাসনের নিকট প্রতিকার চাওয়ায় দু' ভাই এর  প্রাননাশের হুমকির শিকার হন বলে করিমগন্জ  থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

জানাগেছে  করিমগঞ্জ  উপজেলার সূতারপাড়া ইউনিয়নের পুরান চামড়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  খেলার মাঠ থেকে   গত ৯  এপ্রিল ২০২৫ ইং  যন্ত্রচালিত স্কুভেটর দিয়ে   মাটি কেটে অন্যএ নিয়ে ব্যাক্তিগত প্লট ভরাট করেন। বিষয়টি স্কুল  কর্তৃপক্ষ  ছাএছাএী  ও এলাকাবাসী স্হানীয়  প্রশাসন কে অবহিত করলে প্রতিষ্ঠানের সীমানা চিহ্নিত করে মাটি কাটা বন্ধ  রাখার জন্য বলেন। ঘটনা অনুসন্ধানে  গেলে পুরান চামড়া গ্রামের বাসিন্দা  আঃজলিল, আয়াতুল ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল হক, জাকিরুল ইসলাম, ইদ্রিস আলী, কুলি মিয়া  মনির হোসেন  এ প্রতিনিধি কে জানান বিগত ৪০ বছর পূর্বে  তাহের উদ্দিন ভূঁইয়া    শতাংশ ভূমি প্রতিষ্ঠানের নামে দান করেছিলেন।   দীর্ঘকাল প্রতিষ্ঠান টি উক্ত  জায়গা বিনা বাধায় ভোগদখলে থাকলেও  দাতার ওয়ারিশদার হিসেবে  হারণ অর রশিদ  ও তার ছোট ভাই  করিমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মাহবুব আলম  চরম বাঁধা  হয়ে দাড়িয়েছে।  তারা প্রকাশ্যে নিরীহ গ্রামবাসী  অভিযোগ কারীদের প্রাননাশের হুমকী দিচ্ছে। এর প্রতিকার ও জীবনের নিরপওা চেয়ে  অফিসার ইনচার্জ  করিমগন্জ মডেল থানার  দৃষ্টি আকর্ষণ  করেছেন। ইতোমধ্যে করিমগঞ্জ   থানার  অফিসার ইনচার্জ  মাহাবুব মূর্শেদ এ  অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং  উপযুক্ত ব্যবস্হার আশ্বাস দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow