গাজায় গণহত্যার প্রতিবাদে ধামরাইয়ে ইসরাইল বিরোধী মিছিল-সমাবেশ

ওসমান গণি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ইসরাইল বিরোধী ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ অংশ নেয়। সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। মিছিলে ’ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিশে গেছে। মানববন্ধনে অংশ নেওয়া ইমরুল ইসলাম শিক্ষার্থী বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ ঘোষণা করে কেন আবার ফিলিস্তিনের উপর হামলা করলো? তারা আইন লঙ্ঘন করেছে। আজ বিশ্ববাসীর কাছে অনুরোধ আপনারা গাজাবাসীদের পাশে দাঁড়ান। কেন আজ মুসলিম বিশ্ব চুপ করে আছেন। নিরীহ নিরস্ত্র মানুষের উপর হামলা করে হত্যা করা হচ্ছে তাদের। আজ তারা অসহায়। বিবেক কোথায়। রাকিব হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, আজ বিশ্ব মানবতা চুপ কেন। আমেরিকার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিন গাজাবাসীদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। নারী পুরুষ ছোট শিশুসহ কেউ বাদ পড়ছে না। সকলকেই ধরে ধরে হত্যা করছে। বিশ্ব বিবেকের কাছে আজ প্রশ্ন কেন এই বর্বরতা, নিঃসংশতা। এই হামলা বন্ধ করতে হবে। দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে কযেক টি স্কুল কলেজ শীক্ষার্থী সহ এলাকা বাসী ।কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।