কুয়াকাটায় ব্যবসায়ীকে অপহরণ করে অর্থ আদায়

Mar 23, 2025 - 12:49
 0  28
কুয়াকাটায় ব্যবসায়ীকে অপহরণ করে অর্থ আদায়

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর, আলিপুরের মৎস্য ব্যবসায়ী মোঃ মশিউর রহমানকে অপহরণ করে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ আলিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ, ২০২৫ আনুমানিক দুপুর ২ টা দিকে আলিপুর থ্রী পয়েন্টে মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় এবং মারধর করে এক দল সন্ত্রাসি এবং পরবর্তীতে টোলপ্লাজা সংলগ্ন পূর্ব পার্শ্বে দুই তলা একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং ভুক্তভোগী কিছু বুঝে উঠতে না উঠতেই তাকে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করেন। ভিডিওকলে রেখে অন্যপ্রান্তে একটি মেয়েকে রেখে ভুক্তভোগীকে উলঙ্গ অবস্থায় দেখায়। বিভিন্ন মাদকদ্রব্য এনে ভুক্তভোগীর পাশে রেখে ছবি ও ভিডিও ধারণ করে এবং ভয়ভীতি দেখায়। তারপর শুরু হয় টাকার জন্য অত্যাচার-নির্যাতন। তাঁরা দশ লক্ষ্য টাকা দাবি করেন অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়, ছিনিয়ে নেওয়া হয় সাথে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং সাথে থাকা ব্যাংকের এ টি এম কার্ড। পরবর্তীতে কার্ড দ্বারা বুথ থেকে উঠিয়ে নেয় ১৯ হাজার টাকা। আত্মীয়-স্বজন থেকে বিকাশে নেয় আরও ৫০ হাজার টাকা। ভুক্তভোগী জানান, আমি কাউকে চিনি না তাদের সাথে আমার পূর্বের কোন পরিচয় নাই,তবে একজনের পরিচয় জানতে পেরেছি তার নাম আলামিন ওরফে ব্লাক আলামিন, আলিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। বহু নাটকীয়তার পর মশিুউরকে ছেড়ে দেওয়া হয় রাত সাড়ে ১০ টার দিকে। ভুক্তভোগীর বাড়ি বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামে। খবর পেয়ে শারীরিক নির্যাতনের শিকার মশিউরকে তার পরিবারবর্গ ১৭ মার্চ দশমিনা হাসপাতালে চিকিৎসা নেন। ভুক্তভোগী মোটামোটি সুস্থ হয়ে ২০ মার্চ, ২০২৫ ইং তারিখ মহিপুর থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কর্তব্যরত ডিউটি অফিসার বলেন অভিযোগ পেয়েছি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow