কুড়িগ্রামে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলনের’ পূর্বের কমিটি বিলুপ্ত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা রাষ্ট্র ‘সংষ্কার আন্দোলনের’ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং পুনরায় ১০ দিনের ভিতরে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সোমবার (৩ মার্চ)রাতে দলটির দপ্তর সমন্বয়ক নাঈমুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম জেলা কমিটির মেয়াদ ইতিমধ্যে অতিক্রম হয়েছে। সংগঠন গতিলীল করার লক্ষ্যে উক্ত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী ১০ দিনের মধ্যে জেলা এবং উপজেলা কমিটি পূর্ণগঠনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বিলুপ্ত হওয়া কমিটিটি ২০২৩ সালের মে মাসে গঠন করা হয়েছিল। সংগঠনটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের স্বাক্ষরে ইউনিট সমন্বয়কের দায়িত্বে ছিলেন, খন্দকার আরিফ, রাজনৈতিক সমন্বয়ক শাহ্ মোঃ আব্দুল মোমেন, দপ্তর সমন্বয়ক ইনামুল হক রাজু, প্রচার সমন্বয়ক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম সহ অনেকেই। বিলুপ্ত হওয়া কমিটির ইউনিট সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, 'রাষ্ট্র সংস্কার আন্দোলন' কুড়িগ্রাম জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে।ফলে কমিটি ভেঙে দেওয়াটা স্বাভাবিক সাংঠনিক প্রক্রিয়া। আশা করি দ্রুত নতুন কমিটি দেওয়া হবে।