কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির দিবস পালন হবে আগামীকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি।
জেলার স্থানীয় সাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত করা ও সচেতনতা সৃষ্টির লক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
সকাল ৯. ০০ টায় শহরে বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হবে। বছরব্যাপী সেবা দেয়া সেরা প্যানেল আইনজীবী দের পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও বিচার প্রার্থী ফরিয়াদী ও আইনজীবীদের যৌথ সভা অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) নাসিমা তালুকদার মুনমুন। তিনি এ প্রতিনিধি কে অনুরুপ কর্মসূচি বাজিতপুর চৌকি আদালতে অনুষ্ঠিত হবে বলে জানান।