উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে শেফুমুই তে বাংলা বর্ষবরণ উদযাপন

উৎসাহ-উদ্দীপনা ও সাড়ম্বরে জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩২ । বাংলা নববর্ষ বরণ উপলক্ষে সোমবার সকালে শহরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরে তা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি এলাকায় স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। বর্ণিল পোশাক ও নানান সাজে সজ্জিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উচ্ছ্বল অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে অনবদ্য। ব্যানার, প্ল্যাকার্ড, চালুন-কুলা হাতে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণ শোভাযাত্রাটিকে দৃষ্টিনন্দন করে তোলে। শোভাযাত্রা শেষে চলে বর্ষবরণের আপ্যায়ন। প্রতিটি বিভাগ শিক্ষার্থীদের বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে। বর্ষবরণে আগত সকল শিক্ষক শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর অনুষ্ঠিত হয় ‘বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন জি এম ইকরামুল কবীর। এসময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড: আব্দুর রহমান সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুর রহমান খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ উবায়দুল্লাহ,কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার জনাব মোঃ গোলাম মাওলা,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইচ উদ্দিন, প্রক্টর জনাব মিনহাজ উদ্দিন, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি রুশো এবং সহকারী রেজিস্ট্রার জনাব রাফিউজ্জামান। বক্তারা বলেন- আবহমান বাংলার ঐতিহ্য হচ্ছে বাংলা নববর্ষ। বছরের বিশেষ এই দিনটিতে আমরা সর্বস্তরের বাঙালিরা ফিরে যাই আমাদের চিরচেনা পুরোনো সংস্কৃতির মাঝে। মেহেদী হাসান জামালপুর। ১৪-০৪-২০২৫