গনতান্ত্রিক সরকার এসে ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে : খোকন তালুকদার

বাংলাদেশের মাটিতে কোন ফ্যাসিস্ট জেন আর কোনদিন জন্মাতে না পারে সেই দিকেই আমাদের লক্ষ। আমরা এই সরকারের কাছে অনুরোধ করবো অতি শীঘ্রই জেন নির্বাচনের তফশিল ঘোষনা করে, একটি গনতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয়, সেই গনতান্ত্রিক সরকার এসে এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গন শিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনিত সাবেক এমপি প্রর্থী আনিসুর রহমান তালুকদার খোকন। আজ শনিবার দুপুরের মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে ২৪ জুলাই শহীদ সিফাত এর বাড়িতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মাদারীপুরে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থ অনুদান প্রদান ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন সরদার সহ অন্যান্যরা।