নিউরোসায়েন্সে’র আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. বশীর আহম্মেদ খান

এজি লাভলু: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নিউরোসার্জন বিভাগের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. বশীর আহম্মেদ খান হৃদয়। ২৩ মার্চ, ২০২৫ ইং রোববার এ পদে যোগদান করেন তিনি। এ সময় শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ডা. বশীর আহম্মেদ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যুগ্ম আহ্বায়ক। এ বিষয়ে ডা. বশীর আহম্মেদ খান হৃদয় বলেন, ‘আমি গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ নিউরোসায়েন্সেস হাসপাতাল। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই, যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’ এর আগে গত বছরের আগস্টে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে যোগদান করেন ডা. বশীর আহম্মেদ খান।