ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তজুমদ্দিনে ৩ ইট ভাটাকে আর্থিক জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তজুমদ্দিনে ৩ ইট ভাটাকে আর্থিক জরিমানা

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে তিন ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ইটভাটাগুলোর প্রায় দুই লক্ষ ইট ও একটি চুল্লী ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিস দিয়ে স্তুপকৃত কাঠ আগুনে পুড়ে ফেলা হয়। সোমবার (১০মার্চ) দুপুর থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ও চাঁচড়ার ইউনিয়ন এলাকার তুলী ব্রিক ফিল্ড, ৫০৫ ব্রিক ফিল্ড ও শুভ সিটি ব্রিক ফিল্ড এ অভিযান চালানো হয়। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান,১০ মার্চ বিকালে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে প্রত্যেক ইট ভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে-তুলী ব্রিক ফিল্ডকে ১ লক্ষ, ৫০৫ ব্রিক ফিল্ডকে ১ লক্ষ,শুভ সিটি ব্রিক ফিল্ডকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই তিন ইট ভাটার প্রায় দুই লক্ষ কাঁচা ইট ও একটি চুল্লী ধ্বংস করা হয় ও ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোলা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।