বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

খলিল, সাভার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ঢাকা -১৯ আসনের সাবেক সাংসদ সদস্য ও দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বোর্ডের সভাপতি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন বিগত সরকারের যারা জাল দলিল বানাইয়া স্কুল কলেজের সম্পত্তি বেদখল করেছেন, এটা যারা অমানুষ তারা করে। কোনো ভদ্র লোকের সন্তান একাজ করেনা। শুক্রবার বিকেলে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ এবং দোসাইদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন যাদের ক্ষমতার উৎস ছিলো " ক্ষমতা, বন্দুক, অস্ত্র, টাকা, তারা তো এখন আর কোথাও নেই। তাহলে স্কুলের জমি নিয়ে তারা এখন কোথায় যাবে।তারা তো জমি নিয়ে যেতে পারে নাই, জমি তো জমির জায়গায় পরে আছে। ৫/৭ দিনের মধ্যেই এই জমি আমাদের জায়গায় চলে আসবে। দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী, সাভার উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রদলের সাবেক সভাপতি ইলিম মোঃ নাজমুল হোসেন, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ.ক.ম.শামসুদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ কাবেল উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান এর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।