জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি গঠন

জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি গঠন

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষার্থী ফারজানা আক্তার লুপাকে সভাপতি ও নুরজাহান আক্তার শাকিলাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়। কমিটিতে মোছা. বিথী আক্তারকে সিনিয়র সহ-সভাপতি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বৃষ্টি আক্তার ও সদস্য হিসেবে আছেন, লাভনী আক্তার,জুথী,মৌমিতা জাহান,তাকলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও জান্নাত। জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নব গঠিত কমিটির প্রথম সাধারণ সম্পাদক নুরজাহান আক্তার শাকিলা জানান, কলেজ প্রতিষ্ঠার পর থেকে কখনো এই কলেজে জাতীয়তাবাদী কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্বে কাজ করেনি। এই প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রদের সকল দাবীর পক্ষে কাজ করবো। সেই সাথে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবো। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। মেহেদী হাসান জামালপুর। ২৭-০২-২০২৫