ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

Apr 6, 2025 - 19:49
 0  54
ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে রবিবার ( ৬ এপ্রিল ) দুপুর ২.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে মীরসরাই উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা কালে মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে জরিমানা ও শ্যালো মেশিন নষ্ট এবং এক কিলোমিটার জুড়ে পাইপ গুড়িয়ে দেন।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উক্ত অভিযান পরিচালিত হয়।অভিযানকালে ফেনী নদীর লিচুতলা ও মোল্লাপাড়া পয়েন্টে গিয়ে দেখা যায়, নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে তীরসংলগ্ন কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছে। প্রেক্ষিতে এই দুটি স্থানে ফেনীনদী ও নদীতীর ঘেষে স্থাপিত পনেরটি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে অভিযানকারী দল। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিগন পলায়ন করায় কাউকে আটক করা যায়নি। অভিযানকালে নদীর তীরবর্তী এলাকার মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করে। এসময় জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এধরণের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়। মীরসরাই উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায় ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow