টাঙ্গাইলে দুর্গমচরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে দুর্গমচরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়ন বিএনপির উদ্যাগে মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। মাহমুদ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময় জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জেলার ১২ ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজকে দুর্গমচরে সকল শ্রেণী মানুষের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে৷ এসময় বিএনপির অনন্য নেতা-কমী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।