31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

মহিপুরে জামায়াতের উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে স্থানীয় জনগণের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হয়। এ উদ্যোগের উদ্দেশ্য দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ঠেকানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ) সকাল ৮ টায় মহিপুর বাজারে জামায়াতের মহিপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসাইন সিপাহীর নেতৃত্বে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হয়। এর আগে গত সপ্তাহে তাদের এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণ। কর্মসূচির প্রথম অংশে জামায়াত নেতারা বাজারের বিভিন্ন পণ্যের দাম পর্যালোচনা করেন এবং তা সঠিকভাবে মূল্যায়ন করে ন্যায্যদামে পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন।

পণ্য বিক্রেতারা স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে একত্রিত হয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন, যা সাধারণ জনগণের জন্য অস্বাভাবিক হয়ে উঠেছে। বিষয়টি জামায়াত নেতাদের নজরে আসলে তারা ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন।

মহিপুর গ্রামের বাসিন্দা বিপ্লব বিশ্বাস বলেন, ‘বাজারে সব সময়ই পণ্যের দাম বেশি ছিল। কিন্তু আজ জামায়তের উদ্যোগে আমরা সস্তায় পণ্য কিনতে পেরেছি। এটি আমাদের জন্য খুব উপকার হয়েছে।’

আরেক ক্রেতা বিউটি আক্তার বলেন, ‘বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রায়ই বেশি দামে পণ্য কিনতে বাধ্য হই, কিন্তু আজকের এই উদ্যোগের ফলে তা কম মূল্যে পেয়েছি। এটি খুবই ভালো পদক্ষেপ।’

মহিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন সিপাহী বলেন, ‘আমরা চেষ্টা করছি মহিপুর ইউনিয়নের মানুষের জন্য একটি ন্যায্যবাজার ব্যবস্থা গড়ে তুলতে। আজকের কর্মসূচি তারই অংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আসার আগ পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ