31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

মহিপুরে গুড নেইবারস-এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বিশ্ব শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে ‘প্রত্যেক শিশুর জন্য সকল অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিশুকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দীনা রিছিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক।

এসময় বক্তারা বলেন, ‘গুড নেইবারস বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য নিয়মিত কাজ করছে। এরই অংশ হিসেবে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কনের আয়োজন করা হয়েছে। আমরা মনে করি, এই আয়োজন শিশুর অধিকার সংরক্ষণ ও মানসিক বিকাশের পাশাপাশি শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের আরও বেশি আগ্রহী করবে।’

অনুষ্ঠানে গুড নেইবারস কলাপাড়া সিডিপি’র হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, এডমিন অফিসার শিপন চন্দ্র সরকারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ