31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

নুর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

দীর্ঘদিন থেকে অরক্ষিত অবস্থায় পরে থাকা, টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ভুঞারপাড়ায় গণপূর্ত বিভাগের ১০একর জমি দখল নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ট্রাক্টর নিয়ে এসে গোপালপুর চরপাড়া মহল্লার কয়েকজন সরকারি জমিতে হালচাষ করার চেষ্টা করেন। এসময় ভুঞারপাড়া মহল্লার কয়েকজন বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। ঐ ঘটনার জেরে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে দুপক্ষের মধ্যে, গোপালপুর পৌর কার্যালয়ের গেইটে বাকবিতন্ডার সৃষ্টি হয়। 

স্থানীয় বাসিন্দা কুরবান আলী জানান, পতিত থাকার সুবাদে ভুঞারপাড়ার মানুষজন দীর্ঘদিন ধরে ঐ জমিতে ফসল সংগ্রহের কাজ, খেলাধুলা এবং গরু বেঁধে রাখে। পৌর কার্যালয়ের গেইটে উত্তেজনা সৃষ্টি হলে, স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হয়ে গোপালপুর-২০১ গম্বুজ মসজিদ সড়কের ভুঞারপাড়ায় সড়ক অবরোধ করে রাখে। 

গোপালপুর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন বলেন, সরকারি জমি চাষবাস নিয়ে ২গ্রামের মধ্যে গ্যাঞ্জাম হয়েছিল। উভয় পক্ষের লোকজন নিয়ে আলাদা আলাদা বসে ছিলাম। আগামীকাল উভয় পক্ষের ১০জন মাতাব্বর, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ওসি ও ইউএনওর উপস্থিতিতে বৈঠকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ম্যাসেজ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স নিয়ে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুপক্ষকে ডেকেছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। হালকা জখম, কিল, ঘুষি এগুলো নিয়ে বোধহয় হাসপাতালে ভর্তি আছে শুনেছি, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন বলেন, বিষয়টি আমি অবগত আছি, পরিস্থিতি এখন শান্ত আছে, উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিবো। যেহেতু সরকারি সম্পত্তি এটা আমরা নিয়ে নিবো। সরকারি সম্পত্তিতে অন্যকেউ থাকতে পারবে না।

- Advertisment -

সর্বশেষ সংবাদ