31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কুয়াকাটায় শ্রমিকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কলাপাড়া প্রতিনিধি।

জাতীয়তাবাদী শ্রমিকদল কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলিল চুকানীর উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ই নভেম্বর) রাতে “কুয়াকাটা পৌর শ্রমিকদলের ওপর ষড়যন্ত্র মানিনা মানবোনা জলিল ভাই’র উপরে ষড়যন্ত্র মানি না মানবো না” স্লোগানে স্লোগানে শ্রমিক দলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় পৌর শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ সাংগঠনিক রুবেল সিকদার বলেন, আওয়ামীলীগের কিছু লোক নিয়ে বিএনপি যড়যন্ত্র চালাচ্ছে, আমাদের সাধারণ সম্পাদক’র উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেদিনের ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাই

কুয়াকাটা পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিরাজ বলেন, পৌর শ্রমিক দল একটি স্ট্রং দল, আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জলিল চুকানী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে। এবং সেই ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছে একটি মহল। আমি এহেন কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতি বলেন, এটা দলীয় একটা বিষয়, এটা নিয়ে আমরা একবার বসেছি। আশা করছি এটা শীঘ্রই নিরসন হয়ে যাবে।

প্রসঙ্গত, বুধবার (১৩ নভেম্বর) পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জলিলের উপর হামলা করেন একটি মহল।

- Advertisment -

সর্বশেষ সংবাদ