31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার মুছাপুর পাগলা বাজারে মির্জাপুর ও মুছাপুর ইউনিয়ন জামায়াতের যৌথ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম নান্নুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সৈয়দ গোলাম সারোয়ার।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা (সদর) জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি ইসমাঈল হোসেন, অফিস সম্পাদক সাইদুজ্জামান ভূইয়া।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার শাহজালাল পলাশ, জামায়াত নেতা আসাদুজ্জামান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম আলমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ