ম.ম.হারুন অর রশিদ,মাদারীপুর
পাওনা টাকা চাওয়ায় সালিশ ডেকে হামলা করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাসার থানায় অভিযোগ দায়ের করেন বলে আজ সোমবার বিকেলে জানান অভিযোগকারী আনেচ বেপারী। অভিযোগে বলা হয়, মজিবর বেপারী তার নিজ ছেলেকে ইতালি পাঠানোর জন্য ২বছর আগে আনেচ বেপারীর কাছ থেকে ৫লাখ টাকা ধারনেন। মজিবর বেপারীর ছেলে ইতালি গিয়ে টাকা পাঠালেও আনেচ পোরীর টাকা না দিয়ে তালবাহানা করেন। এ টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। সম্প্রতি আবার কথা কাটাকাটি হলে মজিবর বেপারী সালিশ মিশাংসার মাধ্যমে টাকা দিবেন বলে জানান। গত শনিবার (৯নভেম্বর ২৪) রাতে দক্ষিণ ধুয়াসার গ্রামে সালিশ ডাকা হয়। সালিশ মীমাংসার এক পর্যায়ে মজিবর বেপারী-(৫৫) পিতা মৃত জবেদ বেপারী,সাকিল বেপারী পিতা মজিবর বেপারী, শান্ত(১৯) পিতা মহাদেব, ইমারত বেপারী পিতা হালিম বেপারীসহ আরো কয়েকজন মিলে হাতুরী ও লাঠিসোটা দিয়ে আনেচ বেপারী ৩৭,পিতামৃত জবেদ বেপারী, হৃদয় বেপারী (১৬), পিতা ইউনুচ বেপারী, পারভেজ বেপারী( ১৩)পিতা ইউনুচ বেপারীসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি চিকিৎসা প্রদান করা হয়েছে। তারা উভয় পক্ষ ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের বাসিন্দা আনেচ পোরীর বলেন, আমাদের সালিশ মীমাংসায় নিয়ে এমন ভাবে পিটালো আমি এর বিচার চাই এবং আমার টাকা ফেরত চাই। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানা, অভিযোগ পেয়েছি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।