31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌর সভার ৬ ওয়ার্ডের কাউন্সিলর আটক

মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ

সাতক্ষীরা কলারোয়া গোপিনাথপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন(৫৫) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (১১নভেম্বর )বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয় তার পাসপোর্ট নন্বার B 00724911।সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত এবাদত হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা রয়েছে।মামলা নং ৫২, তারিখ ২৫/০৯/২০২৪ ইং, ধারা ৩০২/৩৪ দন্ডবিধি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান,আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরা সদর থানার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে।
এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়।
পরে আসামি নিজ এলাকা কলারোয়া খোঁজ-খবর নিয়ে জানা যায় সে মাডার মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। সে নিজকে প্যারালাইসিস রোগী হিসেবে দাবি করে ভারতে টিটমেন্টের জন্য যাচ্ছে বলে দাবি করে।এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানা পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।
মোবাইল ১২৯৪৭৮৭১

- Advertisment -

সর্বশেষ সংবাদ