31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শেরপুরে মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফারুক হোসেন শেরপুর প্রতিনিধ :শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত ওই দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা মাদক পাচার করছে, এমন গোপন সংবাদের প্রেক্ষিতে নালিতাবাড়ী থানা পুলিশ দাওধারা-কাটাবাড়িপাড়া এলাকায় সীমান্ত সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পথে নালিতাবাড়ীর দিকে আসা একটি মাইক্রোবাস চ্যালেঞ্জ করে পুলিশ। পরে ওই মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের আমদানি নিষিদ্ধ ৭৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সাথে মাদক বহনকারী মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ।

এসময় ওই মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসে থাকা আশরাফুল ও আলী হোসেনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসাথে জব্দকৃত মাইক্রোবাসটি থানা হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় এসব মদের অনুমানিক মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ