31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

মহিপুরে জব্দকৃত মাছের তথ্য না দিয়ে কোস্টগার্ডের রফাদফার চেষ্টা, সাংবাদিক প্রবেশে বাধা

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে পরিবহন গাড়ি থামিয়ে জাটকা থাকার অভিযোগ এনে ইলিশের ১১ টি ককসিট নিয়ে যায় নিজামপুর কোস্টগার্ড। এ খবর ছড়িয়ে পড়লে কোস্টগার্ড অফিসের সামনে কয়েকশ স্থানীয় ভিড় জমায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে পুরান মহিপুর টোলপ্লাজার সামনে থেকে ঢাকাগামী বাস থেকে জাটকা থাকার অভিযোগ এনে আলীপুর মৎস্য ব্যবসায়ীদের ইলিশের ১১ টি ককসিট নিয়ে যায় নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা। ব্যবসায়ী ও স্থানীয়রা ভিড় জমালে রফাদফার চেষ্টা করে কোস্টগার্ড। এমন খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য গেলে গেটেই আটকে দেয়া হয় সাংবাদিকদের। এমনকি কোনো তথ্য দিয়েও সহযোগিতা করেননি তারা।

এদিকে জব্দকৃত কিছু মাছ পিছন থেকে প্লাস্টিকের ব্যাগে করে অন্যত্র পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। এ বিষয়ে সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্য দিলে আলীপুরের মাছ ব্যবসায়ী সালাউদ্দিনকে তাৎক্ষণিক ভিতরে নিয়ে গ্রেফতার ও মারধরের হুমকি দেন তারা। পরবর্তীতে তাকে রাস্তায় এনে সকলের সামনে কোস্টগার্ডের শেখানো বক্তব্য দিতে বাধ্য করা হয়।

ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, ‘বাস গাড়ি থামিয়ে ইলিশের ককসিট নামিয়ে রেখেছে কোস্টগার্ড এমন খবর পেয়ে এখানে আসছি। আমরা ডাকের মাধ্যমে মাছ ক্রয় করি। ১০ মণ মাছ ক্রয় করলে সেখানে কিছু ছোট মাছ থাকে। কোস্টগার্ড ছোট-বড় সব মাছ নামিয়ে রেখেছে। পিছন থেকে কিছু মাছ অন্যত্র নিয়ে গেছে।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোস্টগার্ড ১১ ককসিট মাছ জব্দ করেছে। তার মধ্যে ৫ টি ককসিটে বড় মাছ হওয়ায় মালিককে ফেরত দেওয়া হয়েছে। বাকি মাছ স্থানীয় ও মাদরাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ