ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পরেছে। শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে এ মাছটি ধরা পড়ে। এসময় মাছটি একনজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। স্থানীয়রা মাছটি দেখে কোরাল চাষে উদ্বুদ্ধ হয়েছেন।
মাছটি বিক্রয়ের জন্য স্থানীয় মাছ বাজারে নিয়ে গেলে আশানুরূপ দাম না পাওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেন সাইমুন। পরে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা ইয়াকুব ঘরামী নামের এক ব্যক্তি ১২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের পহলান বলেন, ‘পুকুরে এতো বড় কোরাল আমি এর আগে কখনো দেখিনি।’ মাছটি দেখে স্থানীয় চাঁন মিয়া বলেন, ‘আমিও পুকুরে কোরাল চাষ করবো। কোরাল চাষে খরচ কম, লাভ বেশি।’
সাইমুন ইসলাম বলেন, ‘মাছটি আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। স্থানীয় বাজারে আশানুরূপ দাম না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আমতলীর ইয়াকুব নামের এক লোক ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল হচ্ছে দ্রুত বর্ধনশীল মাছ। আমাদের উপকূলের চাষীরা যদি পরিমাণ মতো উচ্চ প্রোটিন সমৃদ্ধ ও সঠিক পরিমাণ খাবার দিয়ে কোরাল চাষ করেন তাহলে তারা সফলতা পাবেন।’