মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জনসাধারনের যাতায়াতের জনদুর্ভোগ কমাতে ব্যাক্তি আর্থায়নে রাস্তা নির্মাণ করার উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামের ধ্বজি মাদরাসা সংলগ্ন একটি ইটের সলিং রাস্তা র্নিমাণ শুরু হয়েছে। রাস্তা র্নিমাণে আর্থায়ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রর্থী মো.আনিসুর রহমান তালুকদার খোকন। সড়ক নির্মাণে সার্বিক তত্বাবধান করছেন সমাজ সেবক ও বিএপি নেতা মো. চুন্নু মাতুব্বর। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্থানীয় মাদরাসার শিক্ষার্থী মো. আবির হাসান বলেন, আমাদের এ রাস্তাটি চলাচলের উপযোগি ছিলনা এখন নতুন করে নির্মাণ করা হলে সুন্দর ভাবে মাদরাসায় যেতে পারবো। সমাজ সেবক ও বিএপি নেতা মো. চুন্নু মাতুব্বর বলেন, এ রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগি থাকায় খোকন ভাইকে জানালে তিনি তার নিজ আর্থায়নে রাস্তা নির্মাণ কাজ করে দিচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর বলেন, খোকন ভাই তার নিজ আর্থায়নে ইটের সলিং রাস্তা র্নিমাণ করে দিচ্ছেন তাকে ধন্যবাদ জানাই।