31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মহিপুরে রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সুরক্ষা উপকরণ বিতরণ

ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর মানবিক সাড়াদান প্রকল্পের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারের মাঝে বহুমূখী অর্থ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মহিপুর সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা, ২০ লিটার সাইজের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের মগ, খাবার স্যালাইন, রিচার্জেবল লাইট ও জেরিকেন বিতরণ করা হয়েছে। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে ঘর মেরামতের জন্য ৩৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

কারিতাসের মহিপুর অফিসে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনের সঞ্চালনায় ও বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী।

বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান, কারিতাসের বরিশাল অঞ্চলের ডিএম সম্রাট সেরাও, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমান আকাশ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ