31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (৪ অক্টোবর) সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের ইঞ্জি. মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে আপন নিউজ’র সম্পাদক ও প্রকাশক এস এম আলমগীর হোসেন সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ মিন্টু, পৌর বিএনপি সভাপতি গাজী মোঃ ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য এনামুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জেডএম কাওছার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বক্তারা আপন নিউজ’র উত্তরোত্তর সাফল্য কামনা করে তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সর্বশেষ কেক কেটে ও র‌্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ