31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গাছের চারা বিতরণ ৩০০ পরিবারের মাঝে

ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাভোগী পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দাতা সদস্য কার্ক ইন এক্টি (KIA) নেদারল্যান্ডস’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর পক্ষ থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৩০০ উপকারভোগী পরিবার, ২০ টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ ৪ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়।

এসময় সিআরএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ’র সভাপতিত্বে ও সংস্থার নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ, সিআরএসএস’র প্রকল্প ম্যানেজার বাসুদেব গুহ, ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম খান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের উপকারিতা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বর্তমান বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ উপকারভোগী পরিবার ও প্রতিষ্ঠান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ