31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বন্যায় ৫০০ পরিবারে ত্রান পৌঁছে দিলেন চিকন আলি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন আলি। ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালীসহ ১০টির মতো জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দি। ঠিকমতো খাবার পাচ্ছে না। সীমাহীন কষ্টে দিন কাটানো এসব বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন এই অভিনেত।

চিকন আলী জানান, নোয়াখালীর সোনাইমুড়ির সাড়ে ৫০০ মানুষের হাতে তিনি ত্রাণ তুলে দিয়েছেন তিনি। ফাণ্ড গঠন করে চিড়া, গুড়, চিপস, চাল, মুড়ি বিশুদ্ধ পানি নিয়ে নিজে গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। আগামীতে আবার যাওয়ার কথা জানান তিনি।

চিকন আলি বলেন, ‘বুক পর্যন্ত পানিতে নেমে ত্রাণ দিয়েছি। এখন আমার শরীরের চুলকাচ্ছে। বন্যার পানি অনেক নোংরা। নিজের চোখে দেখেছি যেখান দিয়ে নৌকা যাচ্ছে সেখানেই মলমূত্র ভেসে যাচ্ছে। কিছু করার নাই। এসবের মধ্য থেকে মানুষ কোনোভাবে বেঁচে রয়েছে। একটা বড় অভিজ্ঞতা হচ্ছে, ওই এলাকায় মানুষের টাকার অভাব নাই। আমাদের চেয়েও অনেক টাকার মালিক তারা। কিন্তু ধনী হয়ে লাভ নাই। সব পানিতে তলিয়ে গেছে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ