31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই বন্ধুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তারা দুই বন্ধু মারা যান।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার বাসিন্দা অঞ্জন বড়ঁঈ (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)। তারা দুই জন বন্ধু বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের ডালের সাথে লেগে বিদ্যুতায়িত ওই দুজনের মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সাথে থাকা তাদের বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ