31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ডাকাত প্রতিরোধে রাস্তায় অভিনেতা সনি রহমান

গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করার পর ৬ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারা দেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

পুলিশবিহীন রাজধানীতে কিছু এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটছে। এতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। ডাকাতি ঠেকাতে অনেক এলাকায় রাতভর পাহারা দিচ্ছে এলাকাবাসী। বাসিন্দারা বলেছেন, থানা-পুলিশের কার্যক্রম শুরু করা এখন খুবই জরুরি।

মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, কালশী, ইসিবি চত্বর, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডি এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আতঙ্কে কিছু এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে ছাত্র–জনতা। কোথাও কোথাও মসজিদের মাইকে দেওয়া হচ্ছে সতর্কতার বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করা হচ্ছে এমন তথ্য।

আজ ৯ আগস্ট (শুক্রবার) নিজ এলাকার (মিরপুর ১১) মহল্লা বাসীর সাথে রাতে ডাকাত প্রতিরোধে পাড়া-মহল্লা পাহারায় যুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য অভিনেতা সনি রহমান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ