31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

প্রকাশ পেল সাজ্জাদ চোধুরী’র মিউজিক ভিডিও ‘পানি পানি’

সম্প্রতি জেপি মিউজিকের ব্যানারে প্রকাশ পেল সাজ্জাদ চৌধুরী মিউজিক ভিডিও ‘পানি পানি’। মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী এতে তার সহশিল্পী প্রিয়া অনন্যা। সালাউদ্দিন সাগরের কথায় গানটি যৌথভাবে গেয়েছেন জান্নাত পুষ্প ও এম এইচ রিজভী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম এইচ রিজভী।

মডেল সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পানি পনি’ শিরোনামে গানটি অসাধারণ।পরিচালক রিজভী কাজটি ধরে ধরে করেছেন। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করেছেন প্রিয়া অনন্যা। আমাদের দুজনের রসায়নটা দারুণ ছিলো। ভিন্নধারার লুকে ক্যামেরার সামনে এসেছেন বলে গানটি সফলতা পেয়েছে বলেই আমি মনে করি। অল্প দিনে গানটি সমসাময়িক সকল গানকে ছাড়িয়ে যাবে বলে আমি আশা প্রকাশ করছি।

এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। আশা করছি, নাচ নির্ভর মিউজিক ভিডিও সবার পছন্দ হবে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ