লেখক: পিরাটেস পাপ্পু’
ভোর হতে, কিছুটা সময় বাকী।
রাতের এই শেষ ভাগটিতে এসে,
প্রতিনিয়ত ভোর হতে দূরে থাকি।
জানিনা ভোর বেলার রঙ কেমন!
রাতের অন্ধকার মেখে, চোখে-মুখে”
সান্ত্বনা খুঁজি অবুঝ শিশুর মতোন।
খুঁজিনা ভোরের শীতল বাতাস!
রাতভর দক্ষিণের জানালা বেয়ে,
গায়ে এসে লাগে শতরূপি সুবাশ।
ভেজেনা চরণ ভোরের কুয়াশায়!
ঘুম না আসা, এ’রাত সে’রাত কাঁটে,
খালি পায়ে চিলেকোঠার বারান্দায়।
দেখিনা সকালের রক্তিম সূর্যাস্ত!
মাঝরাতে ক্ষাণিকটা চাঁদের আলো,
গায়ে মেখে আমি নিতান্তই অভ্যস্ত।”