31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমি সেই নারী (চৈতালী দাসমজুমদার)

আমি সেই নারী যার চাওয়া পাওয়ার মাঝে লুকিয়ে আছে দুঃখ , বিরহগাথা একগুচ্ছ অজানা স্বপ্ন।

নারী জীবন বড় বৈচিত্রময়, বড় রহস্যময়, তবে কি এই পৃথিবীতে নারী হয়ে জন্মানোটা শুধুই অপরাধ?

আমি সেই নারী হাজারো বেদনা আর কষ্টের উত্তাপ বুকে নিয়ে বুঝতে না দেওয়ার প্রাণপণ চেষ্টা।

জন্ম-মৃত্যু-বিবাহ শুধু বিধাতার হাতে লেখা।

নারী জগৎজননী……………..
সৃষ্টিকর্তা তুমি পুরুষ…………
তবু সবটাই যেন নারীর হাতে, নারী বিনা জগত সংসার যেন হয় অন্ধকার।

তবু অবুজেরা বলে, নারী অবলা জীব এদের নেই কোন অবদান।

আমি সেই নারী যার বুকের মাঝে মহা সাগরের ঢেউয়ের গর্জন উথাল পাথাল করে, তবু নির্দ্বিধায় সহ্য করি।

আমি সেই নারী কখনো বা বিদ্রোহী হয়ে উঠি, মুক্তিযুদ্ধে গর্জে উঠি কত-শতবার ।

তোরা ভুলে যাস আমি বঙ্গজননী আমার হাতেই আছে হাতিয়ার ইচ্ছার অন্তরালে পারি দেশকে ভেঙে চুড়মার করতে।

আবার ভাঙা-গড়ার খেলায় শিখরে পৌঁছে গড়তে পারি নতুন ইমারত।

আমি নারী মহামায়া …..
আমার ইশারায় চলে আকাশ, বাতাস, নড়ে গাছের পাতা।
আমি সেই নারী কাঁটাতার ভেঙে চূর্ণিত করে নতুন কাব্যের জন্মদি …….
তবুও, সেই নারী অনবরত হচ্ছে ধর্ষিতা, অত্যাচারিতা,হচ্ছে নিপিড়িতা।

২২/১০/২০১৯

- Advertisment -

সর্বশেষ সংবাদ