31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কুয়াকাটায় একটি মেদ মাছ বিক্রি হলো সাড়ে ১৪ হাজার টাকায়

মুন্সী ইউসুফ, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ১৬ কেজি ওজনের একটি মেদ মাছ ধরা পরেছে। যা বিক্রি হয়েছে সাড়ে ১৪ হাজার টাকায়। শনিবার (৯ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে মো. খলিলের জালে ধরা পরে মাছটি।

মাছটি বিক্রির জন্য কুয়াকাটা পৌর মাছ বাজারের খান ফিসে নিয়ে গেলে ৯০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৩০ টাকায় নিলামে বিক্রি হয়। মাছটির ওজন ১৫ কেজি ৮২৮ গ্রাম।

জেলে খলিল বলেন, ‘সকালে সাগরে জাল ফেলতেই অন্যান্য মাছের সাথে বড় সাইজের এ মেদ মাছটি উঠে আসে। গত বছরও এমন একটি মাছ পেয়েছিলাম৷ এবার এই প্রথম পেলাম। বিক্রি করে আশানুরূপ দাম পেয়ে খুব ভালো লাগছে।’

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, ‘এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পরে বাজারে এই প্রথম এত বড় সাইজের মাছের দেখা মিলেছে। তবে মেদ মাছ আরো বড় হয়।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলতঃ গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন করার পাশাপাশি জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পরবে এবং জেলেরা লাভবান হবে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ