31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

মীরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া

মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনতামূলক অগ্নি–নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণসচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

এই উপস্থিত ছিলেন, মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক, মীরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি সহ উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কীভাবে সহজে আগুন নিভানো যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ