31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

কলাপাড়ায় হত্যা মামলাকে প্রশ্নবিদ্ধ করার প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল নেতা জিয়াউর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ বছর পর মামলা দায়ের করা হয়েছে। এ মামলাকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন নিহতের ভাই কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাইফুর রহমান আরিফ।

তার অভিযোগ, ২০১০ সালের ২৮ অক্টোবর জিয়াউর রহমানকে তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রগ কেটে হত্যা করে। এ ঘটনায় সে সময় মামলা দায়ের কিংবা ময়নাতদন্ত করতে পারেননি। ৫ আগস্টের পর খুনি আওয়ামী লীগ সরকার পতনের পর জিয়াউর রহমান হত্যার ঘটনায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ ৪১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান গত মাসে মারা যান। কিন্তু এ মামলাকে মিথ্যা দাবি করে হয়রানির উদ্দেশ্যে সাধারণ মানুষকে আসামী করা হয়েছে বলে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গত ১০ অক্টোবর ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। কিন্তু ১৪ বছর তার পরিবার বিচার চাইতে পারেনি। এখন যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের নির্দেশ ও অংশগ্রহণে জিয়াউরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কাউকে হয়রানির উদ্দেশ্যে আসামী করা হয়নি।

এসময় ছাত্রদল নেতা আরিফ তার ভাইকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও এ মামলার বিরুদ্ধে অপপ্রচারকারী মুফতি হাবিবুর রহমানের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ