ইউসুফ ইউহানা কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে সংস্থার কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০০ শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে সভা শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, গুড নেইবারস ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দিপক কুমার দাস, সিডিপি হেলথ অফিসার পঙ্কজ কুমার, কো-অপারেটিভ সাপোর্ট অফিসার নারায়ণ কুমার রায়, এডমিন অফিসার শিপন চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যাশিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। তারা পরিবার কিংবা সমাজের বোঝা নয়, বরং সমাজের অগ্রণী ভূমিকা পালনে তাদের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে তাদের বেড়ে ওঠার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিকরণে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।’
এসময় কন্যাশিশুদের সুরক্ষা প্রদান, তাদের প্রতি সব রকমের সহিংসতা, নির্যাতন ও বাল্যবিবাহ রোধ করাসহ তাদের স্বপ্ন পূরণে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।