কুয়াকাটা সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে সেইভ দ্য চিলড্রেনের আর্থিক ও রাইমস্’র কারিগরি সহায়তায় ‘কর্তৃপক্ষের সব দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ –স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রেক্ষাপটে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক স্থানীয় সেচ্ছাসেবক, ইউপি সদস্য ও জাগোনারী’র কর্মকর্তাদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চাপলি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদের সঞ্চালনায় ও ধুলাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম।
এছাড়াও বক্তব্য দেন জাগোনারী’র মিল অফিসার শুকলা মূখার্জী, ইউপি তথ্য সেবা সেন্টারের মো. ইয়ামিন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।
সভায় বক্তারা তথ্য জানা সকলের অধিকার উল্লেখ করে মানবজীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং যে কোনো মানুষের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রাপ্তিরপথ সুগম করার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষভাগে জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রহমউল্লাহ ও জাকিয়া আক্তারের উপস্থাপনায় একটি দেয়ালিকা প্রদর্শিত হয়।