31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ভিজিএফ কার্ডের চালচুরি ইউপি চেয়ারম্যান পলাতক

কিশোরগঞ্জ প্রতিনিধি:

সরকারি বরাদ্দের চাল চুরি করায় কিশোরগঞ্জ সদরের এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। হুলিয়া হওয়ায় চেয়ারম্যান ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন।
জানাগেছে, মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ( তারু) তার নিয়ন্ত্রণাধীন গোডাউন থেকে ১,৮২০ কেজি (বিনামূল্যে ১০ কেজি করে বিতরণের জন্য) ভিজিএফ চাউল তার সহযোগীদের দিয়ে সরিয়ে নেন। বিষয়টি বিতরণে জড়িত থাকা টেগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নবী হোসেন পরদিন ইউনিয়ন পরিষদ গোডাউন খুলে সংশ্লিষ্ট সকলের সামনে গনণা করে কম পাওয়ায় পুলিশ খবর দিলে ঘটনাস্থল থেকে চেয়ারম্যান ও তার লোকজন কেটে পড়েন।
এ ব্যাপারে মডেল থানায় ১৬ /৬/২৪ ইং (১৬ নং) মামলা রুজু করেছেন ট্যাগ অফিসার। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা এ প্রতিনিধির সংগে সত্যতা নিশ্চিত করে জানান আসামীদের গ্রেপ্তার সহ চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এই চাল চুরির ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ও ভূক্তভোগী রা জালালপুর বাজারে ২০ জুন বিকালে দূর্নীতির শাস্তি দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ