31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গোপালপুরে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

নূর আলম (সুমন),গোপালপুর প্রতিনিধ,
তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আল্লাহ তা’আলার সন্তুষ্টির উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পোড়াবাড়ি ঈদগাহ মাঠে ইস্তিকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ শে এপ্রিল)
যোহর নামাজের পর স্থানীয় ওলামায়ে কেরামদের আয়োজনে এ নামাজের প্রায় দুই শতাধিক গ্রামবাসী অংশ নেন এতে।

১২ তাকবীরে দুই রাকাত নামাজ আদায় শেষে মহান সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা সহ সকল বালা মুসিবত থেকে মুক্তি কামনা করা হয়।
এ সময় নামাজে ইমামতি করেন মাওলানা মোস্তফা কামল।

নামাজ পড়তে আসা এক মুসল্লি বলেন, সারাদেশে অসহনীয় গরম পড়েছে, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তীব্র গরমে শুধু মানুষ নয় পশু পাখিরাও কষ্ট পাচ্ছে।

তাই রাসূল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি।

আরেক মুসল্লি বলেন, খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে তাই আমরা আজ এসেছি বৃষ্টির জন্য নামাজ আদায় করতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ